খলিফা মামুন ছিলেন ফরসা, মধ্যম গড়নের এবং সুশ্রী চেহারার অধিকারী। তার চোখ ছিল আয়তকার টানাটানা, দাঁড়ি ছিল দীর্ঘ ও পাতলা। তিনি কুরআনুল কারিমের হাফেজ ছিলেন। বাল্যকাল থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি নানা শাস্ত্র নিয়ে পড়াশােনা করেছিলেন। হাদিস, ফিকহ, চিকিৎসাবিদ্যা, কাব্যশাস্ত্র, ফারায়েজ, কালামশাস্ত্র, ব্যাকরণ বা নাহু, জ্যোতির্বিদ্যা ইত্যাদি শাস্ত্রে তার পূর্ণ দখল ছিল।
![]() |
প্রতীকী চিত্রঃ মুসাফির |
মামুনের উপস্থিতবুদ্ধি ছিল প্রখর। যেকোনাে সমস্যার মােকাবিলায় দ্রুত জবাব দিতে পারতেন।