খলিফা মামুনুর রশীদ ও এক মুসাফির

খলিফা মামুন ছিলেন ফরসা, মধ্যম গড়নের এবং সুশ্রী চেহারার অধিকারী। তার চোখ ছিল আয়তকার টানাটানা, দাঁড়ি ছিল দীর্ঘ ও পাতলা। তিনি কুরআনুল কারিমের হাফেজ ছিলেন। বাল্যকাল থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি নানা শাস্ত্র নিয়ে পড়াশােনা করেছিলেন। হাদিস, ফিকহ, চিকিৎসাবিদ্যা, কাব্যশাস্ত্র, ফারায়েজ, কালামশাস্ত্র, ব্যাকরণ বা নাহু, জ্যোতির্বিদ্যা ইত্যাদি শাস্ত্রে তার পূর্ণ দখল ছিল। 

প্রতীকী চিত্রঃ মুসাফির   
একবার এক ব্যক্তি মামুনের কাছে এসে বলেছিল, আমি একজন মুহাদ্দিস। সারাজীবন কাটিয়েছি হাদিসের পাঠে। তখন মামুন তাকে বললেন, অমুক মাসআলার ব্যাপারে কয়েকটি হাদিস বলুন। লােকটি একটি হাদিসও বলতে পারল না। মামুন তখনই ওই মাসআলা সম্পর্কে সনদসহ কয়েকটি হাদিস শুনিয়ে দেন। এরপর তিনি বলেন, লােকেরা আজকাল কয়েকটি হাদিস পড়েই নিজেকে মুহাদ্দিস দাবি করছে। যাক, এই ব্যক্তিকে তিন দিরহাম দিয়ে দাও। 

মামুনের উপস্থিতবুদ্ধি ছিল প্রখর। যেকোনাে সমস্যার মােকাবিলায় দ্রুত জবাব দিতে পারতেন।


Previous Post Next Post