ইমাম আবু হানিফা (রঃ)-এর বিস্ময়কর ঘটনা
কুফায় এক ব্যক্তি উসমান ইবনু আফফান রাযিয়াল্লাহু আনহুকে ইহুদি বলে গালি দিত। আলিমগণ এটা কিছুতেই মানতে পারছিলেন না। তারা তাকে থামানোর জন্য অনেক চেষ্টা করেও ব্যর্থ হলেন।
![]() |
ইমাম আবু হানিফা (রঃ)-এর বিস্ময়কর ঘটনা |
সবাই চেষ্টা করলো তাকে বুঝাতে কিন্তু কোনােভাবে তাকে বুঝাতে পারছিলেন না। এক সময় বিষয়টি ইমাম আবু হানিফা (রঃ) জানতে পারলেন।
একদা ইমাম আবু হানিফা তার নিকট গিয়ে বলেলন, আমি একটি বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। তখন লোকটি ইমাম সাহেবকে দেখে খুব খুশি হলো। সে আনন্দের সাথে জিজ্ঞেস করলো,
-কার জন্যে?
-আপনার মেয়ের জন্যে।
-ছেলে কেমন?
-ভদ্র পরিবারের সন্তান। খুবই শান্ত-শিষ্ট। অত্যন্ত ধনী, দানশীল, হাফিয, ইবাদতগুজার। আল্লাহর ভয়ে সদা ক্রন্দনশীল।
-আরে এমন ছেলে পাওয়া তাে ভাগে্যের ব্যাপার!
-হ্যাঁ, তবে একটা কথা আছে।
-কী কথা? - উৎসুক হয়ে জানতে চায় লােকটা।
-ছেলেটা ইহুদি।
-কী বললেন? আমি ইহুদির কাছে মেয়ে বিয়ে দেবো?
-দেবেন না?
-কক্ষনাে না।
-সমস্যা কোথায়? আল্লাহর রাসুল সাল্লাল্লাহ্ আলাইহি ওয়া সাল্লাম তাে ইহুদির কাছে মেয়ে বিয়ে দিয়েছেন। (যেমনটা উসমান রাযিয়াল্লাহু আনহু সম্পর্কে আপনার ধারণা)।
শেষ কথাটা বলার সঙ্গে সঙ্গে লােকটা নিজের ভুল বুঝতে পারে। তৎক্ষণাৎ তাওবা করে এবং বলে, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন। এত দিন তাে আমি প্রকৃতপক্ষে আল্লাহর রাসুলকেই গালি দিয়ে এসেছি!
একবার ইমাম মালিককে ইমাম আবু হানিফা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তিনি এমন একজন বিজ্ঞ ও বিচক্ষণ ব্যক্তিত্ব, তুমি যদি এই পাথরের খুঁটি নিয়ে তার সাথে বিতর্ক শুরু করাে, তবে আমি নিশ্চিত, তিনি চাইলে এই খুঁটটিকে স্বর্ণের তৈরি বলে প্রমাণ করতে পারবেন।
ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ ছিলেন প্রখর উপস্থিত বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। যুক্তিতর্কে তার সাথে কেউ পেরে উঠতো না। তিনি তার জ্ঞানকে ইসলামের কল্যাণে ব্যয় করেছেন৷ তারই হাত ধরে ফিকাহ শাস্ত্রের জন্ম ও বিকাশ লাভ করেছে। তিনি আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত। আল্লাহ তাআলা ইমাম সাহেবকে জান্নাতে উঁচু মাকাম দান করুন। - আমিন।