মাজার কি? মাজার যিয়ারতে ইসলাম কি বলে?

মাজার কাকে বলে/মাজার কি?

"মাযার" শব্দের অর্থ যিয়ারতের স্থান। সাধারণ ভাবে বুযূৰ্গদের কবর যেখানে যিয়ারত করা হয়, তাকে মাযার বলা হয়।
মাজার কি? মাজার জিয়ারত কি?
প্রতীকী চিত্রঃ (বিষয় - মাজার জিয়ারত)


কবর বা মাজার জিয়ারতঃ

সাধারতঃ কবর যিয়ারত দ্বারা বেশ কিছু ফায়দা হয়। যেমন কল্ব নরম হয়, মৃত্যুর কথা স্মরণ হয়, আখেরাতের চিন্তা বৃদ্ধি পায় ইত্যাদি। বিশেষভাবে বুযুর্গদের কবর যিয়ারত করলে তাদের রূহানী ফয়যও লাভ হয়। মাযারের এতটুকু ফায়দা অনস্বীকার্য, কিন্তু এর অতিরিক্ত সাধারণ মানুষ মাযার ও মাযার যিয়ারত সম্পর্কে এমন কিছু গলত ও ভ্রান্ত আকীদা রাখে, যার অনেকটা শিরক-এর পর্যায়ভুক্ত, যেগুলাে অবশ্যই পরিত্যাজ্য। যেমনঃ 

মাযার জিয়ারত ও কিছু ভ্রান্ত ধারণা-  

১. মাযারে গেলে বিপদ-আপদ দূর হয়।

২. মাযারে গেলে আয়-উন্নতিতে বরকত হয়।

৩. মাযারে গেলে ব্যবসা-বাণিজ্য বেশী হয়।

৪. মাযারে সন্তান চাইলে সন্তান লাভ হয়।

৫. মাযারে গেলে মকসূদ হাসেল হয়।

৬. মাযারে মান্নত মানলে উদ্দেশ্য পূরণ হয়।

৭. মাযারে টাকা-পয়সা নযর-নিয়ায দিলে ফায়দা হয়।

৮. মাযারে ফুল, মােমবাতি, আগরবাতি ইত্যাদি দেয়াকে ছওয়াবের কাজ মনে করা ইত্যাদি ইত্যাদি।  


উপর্যুক্ত বিষয়গুলো অবশ্যই পরিত্যাগ করতে হবে৷ এ সকল ভ্রান্ত আকীদা শিরকের পর্যায়ে পড়ে যায়। তাই আমাদের নিজেদের সচেতন হতে হবে এবং অন্যদেরও সঠিক পথের দাওয়াত দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক রাস্তায় মেহনত করার তৌফিক দান করুন। -আমিন।

Tag: মাজার শব্দের অর্থ। মাজার জিয়ারত কি? মাজার সম্পর্কে কিছু ভ্রান্ত আকীদা  

Post a Comment

Previous Post Next Post