সহিহ আকীদা সিরিজঃ প্রচলিত বিদআত সমূহ

সমাজে প্রচলিত বিদআত সমুহ

সমাজে প্রচলিত বিদআত সমুহঃ বিদআত অর্থ নতুন সৃষ্টি। শরীআতের পরিভাষায় বিদআত বলা হয় দ্বীনের মধ্যে কোন নতুন সৃষ্টিকে, অর্থাৎ, দ্বীনের মধ্যে ইবাদত মনে করে এবং অতিরিক্ত ছওয়াবের আশায় এমন কিছু আকীদা বা আমল সংযােজন ও বৃদ্ধি করা, যা রাসূল (সাঃ) সাহাবী ও তাবেঈদের যুগে অর্থাৎ, আদর্শ যুগে ছিল না। তবে যেসব নেক কাজের প্রেক্ষাপট সে যুগে হয়নি, পরবর্তীতে নতুন প্রেক্ষাপট সৃষ্টি হওয়ায় নতুন আঙ্গিকে দ্বীনের কোন কাজ করা হয় সেটা বিদআত নয় যেমন প্রচলিত ধর্মীয় প্রতিষ্ঠান ইত্যাদি। 


নং

প্রচলিত বিদআত সমূহ

কোন বুযুর্গের মাযারে ধুমধামের সাথে মেলা মিলানাে।

জনাবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী পালন করা।

মূতের কুলখানী করা (অর্থাৎ, চতুর্থ দিনে ঈছালে ছওয়াব করা)।

মৃতের চেইলাম বা চল্লিশা করা।

কবরের উপর চাদর দেয়া।

কবরের উপর ফুল দেয়া।

কবর পাকা করা।

কবরের উপর গম্বুজ বানানাে।

আযানের পর হাত উঠিয়ে দুআ করা।

১০

মাজারে চাদর, শামিয়ানা, মিঠাই ইত্যাদি নযরানা দেয়া।

১১

প্রচলিত মিলাদ অনুষ্ঠান একটি বিদাত।

১২

মীলাদ অনুষ্ঠানে কেয়াম করা।

১৩

জানাযার নামাযের পর আবার হাত উঠিয়ে দোয়া করা।

১৪

জানাযার নামাযের পর আবার হাত উঠিয়ে দোয়া করা।

১৫

জানাযা নামাযের পর জোর আওয়াজে কালেমা পড়তে পড়তে জানাযা বহন করে নিয়ে যাওয়া।



সমাজে প্রচলিত বিদআত সমুহ। সমাজে প্রচলিত বিদআত সমুহ
সমাজে প্রচলিত বিদআত সমুহ


সমাজে প্রচলিত বিদআত সমুহের তালিকাঃ

নিম্নে কতিপয় বিদআত এর বিষয় চিহ্নিত করে দেখানাে হলঃ

১। কোন বুযুর্গের মাযারে ধুমধামের সাথে মেলা মিলানাে।


       * ওরস করা।

       * কাওয়ালী ইত্যাদির আসর।


২। জনাবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী পালন করা।


৩। মূতের কুলখানী করা (অর্থাৎ, চতুর্থ দিনে ঈছালে ছওয়াব করা)।


৪। মৃতের চেইলাম বা চল্লিশা করা।


৫। কবরের উপর চাদর দেয়া।


৬। কবরের উপর ফুল দেয়া।


৭। কবর পাকা করা।


৮। কবরের উপর গম্বুজ বানানাে।


৯। কবরের দুই প্রান্তে কাঁচা ডাল লাগানোেকে স্থায়ী নিয়মে পরিণত করা। (তাবে যদি মাঝতে মধ্যে এটা করা হয় এবং স্থায়ী নিয়মে পরিণত করা না হয় তাহলে তার অবকাশ রয়েছে।)


১০। মাজারে চাদর, শামিয়ানা, মিঠাই ইত্যাদি নযরানা দেয়া।


১১। প্রচলিত মিলাদ অনুষ্ঠান একটি বিদাত।


১২। মীলাদ অনুষ্ঠানে কেয়াম করা।


১৩। জানাযার নামাযের পর আবার হাত উঠিয়ে দোয়া করা।


১৪। জানাযা নামাযের পর জোর আওয়াজে কালেমা পড়তে পড়তে জানাযা বহন করে নিয়ে যাওয়া।


১৫। দাফনের পর কবরের কাছে আযান দেয়া।


১৬। ঈদের নামাযের পর মুসাহাফা ও মুআনাকা বা কোলাকুলি করাকে গুরুত্বপূর্ণ মনে করা বা এটিকে রসমে পরিনত করা।


১৭। আযানের পর হাত উঠিয়ে দুআ করা।


১৮। আযান ইকামতের মধ্যে রাসুল (সাঃ)-এর নাম এলে বৃদ্ধ আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগানো ।


১৯। রমযানের শেষ জুমুআর খুতবায় বিদায় জ্ঞাপন মূলক শব্দ (যেমন আল-বিদ) যােগ করা। "জুমুআতুল বিদা" বলে কোন ধারণা ইসলামে নেই।


২০। আমীন বলে মুনাজাত শেষ করা নিয়ম। অনেকে কালিমায়ে তাইয়ােবা বলতে বলতে মুখে হাত বুলান এবং মুনাজাত শেষ করেন-এটা কুরআন সুন্নাহ স্বারা প্রমাণিত নয়, এটা বিদআত।


২১। জানাযার উপর কালিমা ইত্যাদি লেখা বা ফুলের চাদর বিছানাে।


সমাজে প্রচলিত এসব কর্মকাণ্ড মানুষ ভালো কাজ মনে করে করলেও তারা মুলতঃ অনেক জঘন্য কাজে লিপ্ত। দ্বীন সম্পর্কে সঠিক ধারনার অভাবেই সমাজে এসব বিদআত এর জন্ম হয়েছে। তাই আমাদের সবাইকে নুন্যতম দ্বীন সম্পর্কে জানতে হবে।


Tag: বিদআতের তালিকা। প্রচলিত বিদআত সমূহ। বিদআত কী? বিদআতের প্রকারভেদ।


أحدث أقدم