যিনা সম্পর্কে যুবকের জিজ্ঞাসা
![]() |
প্রতীকী চিত্রঃ ফুল |
এক লোক রাসূল (ﷺ) কাছে এসে বললো হে রাসূল (ﷺ) আমি জিনা করবো আমার জিনা করতে মন চায় আমাকে অনুমতি দিন .!
রাসূল (ﷺ) রাগ করেন নাই। রাসূল (ﷺ) লোকটাকে বললো আচ্ছা ভালো কথা তুমি জিনা করবে আমি অনুমতি দিবো, তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর দাও..!
লোকটা বললো কি প্রশ্ন করবেন..?
রাসূলে (ﷺ) বলেন আচ্ছা তোমার মায়ের সাথে কেউ যদি জিনা করতে চায় তুমি কি অনুমতি দিবে..?
লোকটা বললে হে রাসূল (ﷺ) আপনি কি বলেন আমার মায়ের সাথে জিনা করবে মানে, তার হাত পা ভেঙে দিবো।
রাসূল (ﷺ) আবার প্রশ্ন করলেন তোমার বোনের সাথে কেউ জিনা করতে চাইলে তুমি কি অনুমতি দিবে..?
লোকটা বললো হে রাসূল (ﷺ) আপনি কি বলেন আমার বোনের সাথে জিনা করবে মানে, তার হাত পা কেটে দিবো।
রাসূল(ﷺ) আবার প্রশ্ন করলেন তোমার মেয়ের সাথে কেউ জিনা করতে চাইলে তুমি কি অনুমতি দিবো..?
লোকটা বললো হে রাসূল (ﷺ) আপনি কি বলেন আমার মেয়ের সাথে জিনা করবে মানে তার চোখ দুইটা তুলে ফেলবো।
রাসূল(ﷺ) আবার প্রশ্ন করলেন তোমার স্ত্রীর সাথে কেউ জিনা করতে চাইলে তুমি কি অনুমতি দিবো..?
লোকটা বললো হে রাসূল (ﷺ) আপনি কি বলেন আমার স্ত্রীর সাথে জিনা করবে মানে, আমি তাকে হত্যা করবো।
তখন রাসূল (ﷺ) বলেন, তুমি যাকে জিনা করতে চাইছ ঐ নারী কারোর মা, কারোর বোন,কারোর মেয়ে, কারোর স্ত্রী।
তাহলে সে কি অনুমতি দিবে..! তোমার কাছে এমন প্রতিক্রিয়া হলে..! ঐ লোকের কাছেও এমনটা লাগবে। তখন লোকটা ভুল বুঝতে পেরে চলে গেলেন। [মুসনাদে আহমাদ, হাদীস ২২২১১]
আজকাল যারা ধর্ষণ করতেছে তাদেরকে আমার বলতে ইচ্ছে হয়।
তোমার মার সাথে কেউ যদি জিনা করতে চায় তুমি কি মেনে নিবা..?
তোমার বোন এর সাথে..!
তোমার মেয়ের সাথে..!
তোমার স্ত্রীর সাথে কেউ যদি জিনা করতে চায় তুমি কি মেনে নিবা..?
কোন পুরুষ তোমার স্ত্রীকে বিবস্ত্র করলে তোমার কেমন লাগবে..! মেনে নিতে পারবে.?
তোমার কাছে যদি অপমান লজ্জাজনক মনে হয় মেনে নিতে কষ্ট হয়, ধর্ষনকারী কে পেলে হত্যা করতে ইচ্ছে হয়।
তুমি যেই নারীকে ধর্ষণ করেছে তার পরিবার তোমার প্রতি কেমন প্রতিক্রিয়া হবে..!
একটা বার ভেবে দেখ, ফিরে আস এই অপকর্ম থেকে তুমি যেমন তোমার পরিবারের নিরাপত্তা মান-মর্যাদা ঠিক থাকুক চাও, তারা ও চায়।