ইমাম আবু হানিফা (হালাল হারাম বিষয়ে সতর্কতা)

একবার কুফা নগরীর বিশাল ছাগলের পালের মধ্যে একটি অপহৃত ছাগল মিশে গেল। তিনি লােকদের জিজ্ঞেস করলেন, একটি ছাগল কয় বছর বাঁচে?বলা হলাে, সাত বছর। তিনি ওই সাত বছর ছাগলের গােশত খাওয়া থেকে বিরত ছিলেন।
প্রতীকী চিত্রঃ হালাল খাবার  

ইমাম আবু হানিফার গায়ের রং ছিল ফর্সা ও কিছুটা বাদামি। শারীরিক উচ্চতা ছিল মধ্যম গড়নের; তবে কিছুটা লম্বা। চেহারা ছিল গান্ভীর্যপূর্ণ। শ্মশ্রু ছিল ঘন ও দীর্ঘ। এক কথায়, অবয়ব, আকৃতি ও গড়নে তিনি ছিলেন অত্যন্ত সুদর্শন। পাশাক, পাগড়ি ও জুতােয় তাকে একজন সম্মানি ও অভিজাত মানুষ বলে মনে হতাে। এ ছাড়াও তিনি সুমধুর কণ্ঠসুর ও বিশুদ্ধ ভাষার অধিকারী ছিলেন। সবসময় সুগন্ধি ব্যবহার করতেন। আল্লাহর ভয়ে অস্থির ও ধ্যানমগ্ন থাকতেন। শারীরিক সক্ষমতার দরুন অনেক বেশি ইবাদত করতে পারতেন।
Previous Post Next Post