ইমাম আবু হানিফা ও এক নাপিতের ঘটনা।

একবার মক্কায় গিয়ে ইমাম আবু হানিফা (রাহি:) এক নাপিতের কাছে চুল কাটতে গেলেন। চুল কাটার কিছু সুন্নাত আছে। যেমন:

  • কিবলামুখী হয়ে বসা।

  • ডানদিক থেকে চুল কাটা শুরু করা।

  • চুল কাটা শেষ হলে চুলগুলো মাটিতে পুঁতে ফেলা।

  • প্রতীকী চিত্রঃ 

ভুলবশত আবু হানিফা এই সুন্নাত আমলগুলো করতে ভুলে যান। নাপিত তাঁকে শুধরিয়ে দিলো- কিবলার দিকে মুখ করে বসুন, চুল কাটা ডান পাশ দিয়ে শুরু করুন, আপনার চুলগুলো পুঁতে ফেলুন। [আল-বাহর আর-রাইক, ইবনে নুজাঈম আল-হানাফী: ৭/১৩]

নাপিতের কাছ থেকে সংশোধনী পেয়ে তিনি জেদ ধরে বসেননি, ‘তুমি বলার কে?’ বরং নাপিতের সংশোধনী তাঁর জ্ঞান এবং ব্যক্তিত্বের কাছে বাধা হয়ে দাড়ায়নি। উল্টো তাঁর কাছে জানতে চাইলেন, “এগুলো তুমি কার কাছ থেকে শিখেছো?” 

নাপিত বললো, “আতা ইবনে আবি রাবাহ’র কাছ থেকে।” [ওয়াফায়াত, ইবনে খাল্লিকান: ৩/২৬১-২৬২]

এই ছিলো আমাদের পূর্বপুরুষদের জীবনচরিত।    

أحدث أقدم