পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অংশ। ইবাদতের পূর্বশর্ত পবিত্রতা অর্জন। ইসলামে পবিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসুন আজকে দেখে নেই আযুর মধ্যে কোন কাজগুলো করলে অযু মাকরূহ হয়ে যায়।
![]() |
প্রতীকী চিত্রঃ অযু অযুর মধ্যে নিম্নোক্ত কাজ করলে অজু মাকরূহ হয়ে যায় - |
- অযুর মধ্যে নিম্নলিখিত কার্যগুলাে করলে উযু মাকরূহ হয়ে যায় অর্থাৎ, করলে উযু ভঙ্গ হয় না তবে ছওয়াব কমে যায়।
- তারতীব অনুযায়ী উু না করলে।
- অপবিত্র স্থানে বসে উয়ু করলে।
- অতিরিক্ত পানি ব্যয় করলে
- উযুতে রত থাকা অবস্থায় জাগতিক কথা-বার্তা বললে। তবে কোন বিশেষ প্রয়ােজনে দু একটি কথা বললে কোন আপত্তি নেই।
- মুখ অথবা অন্য কোন অঙ্গে জোরে পানি মারলে।
- মুখে পানি দেয়ার সময় সুরসুর শব্দ বেরিয়ে আসলে।
- তিনবারের অধিক কোন অঙ্গ ধৌত করলে কিংবা অঙ্গগুলাে একবার ধুয়ে মুছে ফেললে । তবে কোন কারণবশতঃ এরূপ করলে কোন দোষ নেই। বিনা কারণে করা ঠিক নয়।
- ডান হাতে নাক পরিষ্কার করলে।
- প্রথমে বাম হাত অথবা বাম পা ধৌত করলে।