যে সব কারণে উযু মাকরূহ হয়।

যে সব কারণে উযু মাকরূহ হয়।

পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অংশ। ইবাদতের পূর্বশর্ত পবিত্রতা অর্জন। ইসলামে পবিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসুন আজকে দেখে নেই আযুর মধ্যে কোন কাজগুলো করলে অযু মাকরূহ হয়ে যায়। 


১. অযুর মধ্যে নিম্নলিখিত কার্যগুলাে করলে উযু মাকরূহ হয়ে যায় অর্থাৎ, করলে উযু ভঙ্গ হয় না তবে ছওয়াব কমে যায়।


২. তারতীব অনুযায়ী উু না করলে।


৩. অপবিত্র স্থানে বসে উয়ু করলে।


৪.অতিরিক্ত পানি ব্যয় করলে।


৫. উযুতে রত থাকা অবস্থায় জাগতিক কথা-বার্তা বললে। তবে কোন বিশেষ প্রয়ােজনে দু একটি কথা বললে কোন আপত্তি নেই।


৬. অযুর সময় মুখ অথবা অন্য কোন অঙ্গে জোরে পানি মারলে।

৭. মুখে পানি দেয়ার সময় সুরসুর শব্দ বেরিয়ে আসলে।


৮. তিনবারের অধিক কোন অঙ্গ ধৌত করলে কিংবা অঙ্গগুলাে একবার ধুয়ে মুছে ফেললে । তবে কোন কারণবশতঃ এরূপ করলে কোন দোষ নেই। বিনা কারণে করা ঠিক নয়।


৯. ডান হাতে নাক পরিষ্কার করলে।


১০. প্রথমে বাম হাত অথবা বাম পা ধৌত করলে।

أحدث أقدم