ইমাম সা'লাবী নাহবী এর অনন্য জ্ঞান অন্বেষন
ইমাম সা'লাবী নাহবী এর অনন্য জ্ঞান অন্বেষন
![]() |
প্রতীকী চিত্রঃ বই |
মৃত্যুর কারনঃ
মারযুবানী বলেন, তাঁর ইন্তেকালে কারণ হচ্ছে, এক শুক্রবারে আসরের পরে তিনি জামে মসজিদ থেকে বের হয়ে রাস্তায় হাঁটছিলেন এবং কিতাব মুতালাআ করছিলেন। হঠাৎ ছুটে আসা একটি ঘােড়া তাঁকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয় এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে তাঁর মস্তিষ্ক বিকৃতি ঘটে। যখন তাঁকে সেখান থেকে তােলা হয় তখন প্রচণ্ড মাথা ব্যথায় তিনি উহ্ আহ্ করছিলেন। সে অবস্থায়ই তাঁকে বাড়ী নিয়ে যাওয়া হয়। আর পর দিনই তিনি ইন্তেকাল করেন। আল্লাহ তাঁর প্রতি রহম করুন।