ইমাম সা'লাবী নাহবী এর অনন্য জ্ঞান অন্বেষন

বই বা কিতাব।
কিতাব বই (source img: pixels image) 
ইয়াকৃত হামাবী রহ. তাঁর জীবনবৃত্তান্ত লিখতে গিয়ে বলেন, 'তাঁর পূর্ণ নাম হচ্ছে আবুল আব্বাস আহমদ ইবনে ইয়াহইয়া ইবনে যায়দ আশ-শায়বানী তিনি সালাব নামে সমধিক পরিচিত। একাধারে তিনি ছিলেন আরবিভাষা, ব্যাকরণ, সাহিত্য, ইলমে হাদীস ও ইলমে কেরাতের ইমাম। কুফায় ২০০ হিজরিতে জন্ম নেয়া এই মনীষী ২৯১ হিজরিতে ইন্তেকাল করেন। মৃত্যুর পূর্বে তাঁর শ্রবণশক্তি হ্রাস পেয়ে গিয়েছিলাে।

মৃত্যুর কারনঃ 


মারযুবানী বলেন, তাঁর ইন্তেকালে কারণ হচ্ছে, এক শুক্রবারে আসরের পরে তিনি জামে মসজিদ থেকে বের হয়ে রাস্তায় হাঁটছিলেন এবং কিতাব মুতালাআ করছিলেন। হঠাৎ ছুটে আসা একটি ঘােড়া তাঁকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয় এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে তাঁর মস্তিষ্ক বিকৃতি ঘটে। যখন তাঁকে সেখান থেকে তােলা হয় তখন প্রচণ্ড মাথা ব্যথায় তিনি উহ্ আহ্ করছিলেন। সে অবস্থায়ই তাঁকে বাড়ী নিয়ে যাওয়া হয়। আর পর দিনই তিনি ইন্তেকাল করেন। আল্লাহ তাঁর প্রতি রহম করুন।

1 Comments

  1. আল্লাহ তাআলা আমাদের কবুল করুন

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post