প্রথম ক্রুসেডঃ ক্রুসেডারদের নরমাংস ভক্ষণ

১২ ডিসেম্বরঃ ইতিহাসের আজকের এই দিনে

১০৯৮ সালের আজকের এই দিনেই  প্রথম ধর্মযুদ্ধে মা’নাত আল নুমানের গণহত্যা সংঘটিত হয়। ক্রুসেডারগণ দেয়াল ভেঙ্গে জেরুজালেম শহরে প্রবেশ করে এবং শহরের বিশ হাজার বাসিন্দাকে হত্যা করে। ঐসময় ক্রুসেডারগন সেখানে খাদ্যাভাবে নরমাংস ভক্ষণ শুরু করে। ইতিহাসের এ নৃশংস গনহত্যার মধ্যদিয়ে পশ্চিমা ক্রুসেডারদের করতলে চলে যায় পবিত্র নগরি জেরুজালেম।  
প্রথম ক্রুসেড
প্রথম ক্রুসেড
এর প্রায় ২০০ বছর পর জেরুজালেম আবার পুনরুদ্ধার করেন মুসলিম সেনাপতি, অকুতোভয় সেনা নায়ক, সুলতান গাজী সালাহউদ্দীন আল আইয়ুবী। ঝড়গতি সম্পন্ন, আপসহীন অকুতোভয় আইয়ুবী যখন ইসলামের তরবারি হাতে আবির্ভূত হন তখন ক্রুসেডের সাজানো কৌশল বারেবারে কেঁপে ওঠে। চক্রান্তের জাল ছিঁড়ে জেরুজালেম ছিনিয়ে এনে শত বছর পর আবার মুসলমানদের হৃদয়ে প্রশান্তি নিয়ে আনেন গাজী সালাহউদ্দীন আইয়ুবী। ভাবতে অবাক লাগে, জেরুজালেমের পতনের পর যারা ক্রুসেডারদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যান তাদের সবাই ছিলেন আঞ্চলিক শাসক মাত্র। তখনকারদিনে আব্বাসী খিলাফাহও এ নিয়ে চুপ ছিলো। এর ফলে বাগদাদে কিছু ইমানদ্বীপ্ত যুবক একসাথে হয়ে বিক্ষোভও করেছিলেন যেন ক্রুসেডারদের বিরুদ্ধে সেনাবাহিনী গঠন করে অভিযান চালানো হয়। অথচ, আব্বাসী খলিফারা ছিলেন নিশ্চুপ, নির্বাক পুতুলের ন্যায়। অন্যদিক সালাহউদ্দিন আইয়ুবী একাই লড়ে গেছেন সেকালের পরাশক্তি পশ্চিমা ক্রুসেডারদের বিরুদ্ধে। আর তিনি আল্লাহ তাআলার অনুগ্রহে সফলতাও পেয়েছিলেন। তার মাধ্যমে আল্লাহ তাআলা আবারও জেরুজালেমকে মুসলিমদের কাছে ফিরিয়ে দিয়ছিলেন।


Previous Post Next Post