আমেরিকা কে আবিষ্কার করে : আমেরিকা আবিষ্কার

মিসরের ফারাও দ্বিতীয় রামসিসের কফিন যেদিন প্রথম খােলা হয়। সেদিন তার মমির ভেতর দুটো অদ্ভুত জিনিস পাওয়া যায়। এই দুটো জিনিসের সেখানে থাকার কথা ছিল না।


জিনিস দুটো হলাে তামাক আর কোকোয়া।


আজ থেকে সাড়ে পাঁচশাে বছর আগে ইউরেশিয়া বা আফ্রিকার কোথাও এই দুটো জিনিস ছিল না। তাহলে এই দুটো জিনিস সাড়ে তেকত্রিশশাে বছর আগে মিসরে গেল কীভাবে?



সাড়ে তিন হাজার বছর পুরােনাে এক সভ্যতা ছিল মধ্য ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন অংশে। নাম ওলেমাক। এই সভ্যতার বাসিন্দাদের নাক অদ্ভুত রকম থ্যাবড়া। দাঁতের সামনের পাটি উঁচু, কপালটাও উঁচু থেকে ধীরে ধীরে ঢালু হয়ে গেছে, অনেকটাই আফ্রিকানদের মতাে। কিন্তু সাড়ে তিন হাজার বছর আগে কোনাে আফ্রিকান লােক সেখানে গেছে বলে জানা যায়নি। অন্তত লিখিত কোনাে প্রমাণ নেই।


মেক্সিকোতে জুনি নামে একটা উপজাতি আছে। এদের জেনেটিক প্রােফাইল টেস্ট করে খাঁটি জাপানিজ বেশকিছু জিন পাওয়া গেছে। জুনিরা মেক্সিকান অন্যান্য উপজাতি থেকে সম্পূর্ণ আলাদা। তাদের চাল-চলন ও আচার-আচরণই শুধু নয়, আকার আকৃতিতেও তারা অন্য রকম।

কে আমেরিকা আবিষ্কার করে। কে আমেরিকা আবিষ্কার করে।
আমেরিকা আবিষ্কার 

১৮৮২ সালে ব্রিটিশ কলাম্বিয়ার দক্ষিণ পশ্চিমে একটা খাল খননের সময় শ্রমিকেরা ২৫টি মুদ্রার সন্ধান পায়। মুদ্রার গায়ে লেখা হিজিবিজি ভাষা পড়ার ক্ষমতা তাদের ছিল না।


একটু একটু করে সেই খবর পৌছাল খননকারীদের সঙ্গে থাকা প্রত্নতাত্ত্বিকের কাছে। তিন বছর পর জানা গেল, এগুলাে চীনা রাজবংশ শাঙ ডাইন্যাস্টির সম্রাট হুঙেটির মুদ্রা। সম্রাট হুঙেটির রাজত্বকাল ছিল কবে শুনলে আশ্চর্য হতে হয়। খ্রিষ্টপূর্ব ২৬০০ অক্দে, অর্থাৎ আজ থেকে ৪৬০০ বছর আগে। যখন গির্জাতে ফারাও খুফু পিরামিড বানাচ্ছিলেন, তখনকার কথা।


মানুষ কখনােই এক জায়গায় স্থির হয়ে থাকার মতাে সুশীল প্রাণী ছিল না। পৃথিবীর বুকে পা রাখার পর থেকেই সে ঘুরে বেড়িয়েছে এখান থেকে ওখানে, বারবার চিনতে চেয়েছে অজানাকে।


আফ্রিকা বা আরব উপদ্বীপের কাছাকাছি কোথাও থেকে মানুষের ওই যাত্রার শুরু বলে বিজ্ঞানীরা ধারণা করে থাকেন। সভ্য হওয়ার পর প্রত্যেক সভ্যতাই চেষ্টা করেছে।


নিজেদের সভ্যতার কথা পৃথিবীর অন্যান্য অংশে নিয়ে যেতে। আমেরিকা আবিষ্কারের যে গল্প এখন আমাদের শােনানাে হয়, তা কোনােভাবেই আমেরিকা আবিষ্কারের প্রথম গল্প না। সেই গল্পটা বড়ােজোর প্রথমবারের মতাে আমেরিকাকে কলােনি বানানাের গল্প।


তার আগে বহুবার দুঃসাহসী মানুষেরা আমেরিকায় গেছেন। নতুন পৃথিবী আবিদ্কারের এই রেসে সম্ভবত পাইওনিয়ার ছিল চাইনিজরা। চাইনিজরা এখন পর্যন্ত দাবি করছে মিং ডাইন্যাস্টির অ্যাডমিরাল ঝেং হাের কথা। কিন্তু ঝেং হাে আমেরিকাতে পৌছেছেন তার কোনাে প্রমাণ সরাসরি দেওয়া সম্ভব হয়নি।


ঝেং হাে একজন মুসলিম ছিলেন।


তথ্যসূত্রঃ 

সানজাক'ই উসমান / উসমানী সাম্রাজ্যের ইতিহাস / কোলোনির দুনিয়ায় / আমেরিকা কে আবিষ্কার করে 


أحدث أقدم