আয়িশা (রাঃ) এর ঈর্ষা!


আয়িশা রাযিয়াল্লাহু আনহা বলেন,


 “আমি খাদিজাকে দেখিনি। তা সত্ত্বেও

আমি তাকে যে পরিমাণ ঈর্ষা করতাম, রাসূলের অন্য কোনাে স্ত্রীকে সে পরিমাণ ঈর্ষা করিনি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে খুব বেশি বেশি স্মরণ করতেন। তিনি যখনই কোনাে ছাগল জবেহ করতেন, তার কিছু অংশ কেটে খাদিজার বান্ধবীদের কাছে পাঠাতেন,

কখনাে আমি রাসূলকে বলতাম, “দুনিয়ায় যেনাে খাদিজা ছাড়া আর কোনাে নারী নেই!” তিনি বলতেন, “তার (খাদিজা) মতাে কে হতে পারবে? আল্লাহ তার চেয়ে উত্তম নারী আমাকে দান করেননি। মানুষ

যখন আমাকে মানতে অস্বীকার করেছে, তখন সে আমার প্রতি ঈমান এনেছে। মানুষ যখন আমাকে মিথ্যাবাদী বলেছে, সে আমাকে সত্যবাদী বলেছে। মানুষ যখন আমাকে বঞ্চিত করেছে, তখন সে তার সম্পদে আমাকে অংশীদার করেছে। আল্লাহ তার মাধ্যমে আমাকে সন্তান দান

করেছেন।


সহীহ বুখারী, হাদীস নং ৩৮১৮

أحدث أقدم