সূরা (আরবি: سورة) হচ্ছে ইসলামী পরিভাষায় মুসলমানদের ধর্মগ্রন্থ কুরআনের এক একটি অধ্যায়ের নাম। তবে এটি সাধারণ পুস্তকের অধ্যায়ের মত নয় বরং বিশেষভাবে কেবল কুরআনের বৈশিষ্ট্যের জন্যই এর উৎপত্তি। তাই এটি প্রকৃত অর্থেই কুরআনের একটি পরিভাষা, যাকে কেবল কুরআনের দৃষ্টিকোণ থেকেই ব্যাখ্যা করা যায়। কুরআনের প্রথম সূরা হলো "আল ফাতিহা" এবং শেষ সূরার নাম "আন-নাস্"। দীর্ঘতম সূরা হলো "আল বাকারা" এবং ক্ষুদ্রতম সুরা "সুরা আল কাউসার" ।
একটি সূরা বা এর অংশবিশেষ অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট বা কারণকে বলা হয় শানে নুযূল। শানে নুযূল বলতে বুঝায় মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের কোন একটি সূরা বা এর অংশবিশেষ অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট বা ইতিহাসকে। কুরআনে মোট ১১৪টি সুরা রয়েছে। কুরআনের ১১৪ টি সূরার নাম অর্থসহ এখানে তুলে ধরা হবে কেননা কোরআনের সুরাসমূহের অর্থে নানা গুরুত্বপূর্ণ বিষয় নিহিত আছে।
কোরআন মাজিদে সর্বমোট ১১৪টি সূরা রয়েছে। নিচে সকল সূরার নাম ও অর্থ দেওয়া হয়েছে।
তথ্যসূত্রঃ