সাধারণ মানুষকে নামাযের দাওয়াত দেয়ার পাশাপাশি আমাদের পরিবার পরিজনকেও নামাযের দাওয়াত দেয়া জরুরি । দেখে নিন কতো সুন্দর ছিলো আমাদের নববী আদর্শ।
কেমন করে মুহাম্মদ (সাঃ) পরিবারবর্গকে দাওয়াত দিতেন, চলুন ঘুরে আসি ওই সময় থেকেঃ-
আনাস ইবনে মালিক রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছয় মাস ফজরের নামাযের জন্য ফাতিমার (রাঃ) দরজার সামনে দিয়ে গিয়েছেন । যেতে যেতে তিনি বলতেন,
“হে আহলে বাইত (ঘরবাসীগণ),
নামাযের সময় হয়েছে ! আল্লাহ তাআলা তােমাদের থেকে মলিনতা দূর করে তােমাদের পূত-পবিত্র করতে চান ।
জামে তিরমিযী, হাদীস নং ৩৪৮৪