মামলুক সাম্রাজ্যের শৈল্পিক সৃষ্টি

মামলুক সাম্রাজ্যের সময়কার শিল্প ও স্থাপত্য বিভাগের প্রভুত উন্নতি এখনো আমাদের নজর কেড়ে নেয়। জ্ঞান বিজ্ঞান ও সামরিক ক্ষেত্রে মামলুকরা অনেকবেশি স্থিতিশীল পর্যায়ে পৌছুতে পেরেছিল। মানুষের মাঝে নিরাপত্তার পাশাপাশি তাদের অন্তরেও শান্তি ছিল। স্থিতিশীল সমাজব্যবস্থা ও সঠিক পরিচালনার কারণে জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটতে থাকে।


মামলুকদের শিল্পকর্ম

ধুপ জ্বালানোর এই বস্তুটি মামলুক সালতানাতের শিল্পকর্মের একটি নিদর্শন। সে সময় মামলুক সাম্রাজ্যে শিল্পকর্মের অভূতপূর্ব উৎকর্ষ সাধন হয়েছিল। ধুপ জ্বালানোর জারটির ভিতরে একটি ছোট পাত্র থাকে যেখানে কয়লা ও ধুপ রাখা হয়। পাত্রটি থেকে যাতে আগুন পড়ে না যায় তাই এটিকে স্থিতিশীল করার জন্য তিনটি রিং বিশিষ্ট একটি স্ট্যবিলাইজার রয়েছে। 


মামলুক শিল্পকর্ম

আধুনিক গিম্বলে এ প্রযুক্তিটি ব্যবহার করা হয় ক্যামেরার নাড়াচাড়া কমাতে। জারটিতে আরাবিক ক্যালিগ্রাফি এর নান্দনিকতাকে আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে।


বড়ই আফসোস! মুসলমানদের বিশ্বে যে অবদান তা আমরা জানি না বা জানার চেষ্টা করি না।


Photo Credit: Met Museum

Previous Post Next Post