অক্টোবর মাসের ২য় সোমবার মানেই আমেরিকান দের কাছে মহা খুশির দিন আর ছুটির দিন তো বটেই। কারন ১৪৯২ সালের অক্টোবর মাসের এই দিনটিতেই অর্থাৎ ১২ তারিখেই আবিষ্কার হয় আমেরিকা। যার আবিষ্কারক কথিত কলম্বাস সাহেব।
![]() |
প্রতীকী চিত্রঃ আমেরিকা আবিষ্কার |
আসলে কলম্বাস আমেরিকাকে পশ্চিম ইউরোপীয়দের কাছে পরিচিত করেছিলেন মাত্র। তিনি এটা আবিষ্কার করেন নি। কারন তার আনেক আগেই আমাদেন মুসলিম বনিকেরা আমেরিকাতে যাতায়াত করতেন। যদি আমেরিকা আবিষ্কারের কথা বলতেই হয়। তবে তা মুসলিম বণিকদের আবিষ্কারই বলতে হয়।