১৯৬২ সালের ১১ অক্টোবর সীমান্তবর্তী এলাকা নিয়ে এ যুদ্ধ প্রথম শুরু হয় ভারত চীনের মধ্যে। এ যুদ্ধে চীন ভারতকে পরাজিত করে৷ যুদ্ধের মাঝে চীন তিব্বত দখল করে এবং আকসাই ও অরুণচল প্রদেশ নিজেদের বলে দাবি করে৷ এতে ভারতের পক্ষে ছিলো যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাজ্য আর পাকিস্তান চীনের পক্ষে ছিলো।
![]() |
১৯৬২ সালের ভারত চীন সীমান্ত যুদ্ধ |